Top today			
			এসো শীতে
শীতেের পিঠা
খেতে মিঠা
গরম গরম হলে
ভরে এ বুক
পাইযে সূখ
তুমি কাছে এলে।
শিউলী ফুল
নয়কো ভুল
ঝরে শীতের ভোরে
পাইনা দেখা
তোমায় একা
মন যে কেমন করে।
রসের হাাড়ি
আনতে পারি
খেঁজুর রস খেলে
কথাা দাও
একটু খাও
যেওনাকো ফেলে।
শিশির ভেজা
বলছি সোজা
চলে এসো বাড়ি
লেপটি গায়ে
থাকবো শুয়ে
যাবোনাকো ছাড়ি।।
