Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

গণতন্ত্রের সার্কাস তাঁবু

: | : ০৩/০১/২০১৪

“বিশ বছর বয়স পর্যন্ত শক্তি অর্জনের উপযুক্ত সময় ।”

একটা রাষ্ট্র কত অভ্যুথ্যান পেরোলে নাগরিকগণ ‘মানুষ’ উপাধি পায় ?
রাস্তায় নামলে মাথায় বোমা ফুটে না ?
ভোটাধিকারের আঙুল উড়ে যায় না ?

“ত্রিশ বছরেও যার শিক্ষার্জন হয় না সে মুলত মুর্খই রয়ে যায় ।”

একটা দেশ কত লাশ বুকে ধারন করলে
ঈশ্বরের নামে মানুষকে বলি হতে হয় না ?
‘গণতন্ত্র’র সার্কাস তাবুতে দলে দলে ঝলসে যাতে হয় না ?

“চল্লিশ বছরের বৃক্ষ আসবাব তৈরির জন্য উত্তম ।”

কত বছর বয়সী ভূখণ্ডে নিরাপদে শ্বাস নেয়া যায় ?
নিশ্চিন্তে ঘর ছাড়া যায় ?
কর্তব্যরত ছিন্ন প্রত্যঙ্গে পরিচয় খঁজতে হয় না ?

৩.১২.১৩

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top