Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

মুক্তির ডাক

: | : ০৩/০১/২০১৪

মুক্তির ডাক
ফাগুনের ঐ আগুন ঝড়া
গাছের ডালে ডালে,
সেই সাথে ঐ তাল দিয়েছে
পাখি দলে দলে ।

মোরা সবাই উন্মুখ এখন
দেখতে নতুন সেই দিন
প্রজন্ম চত্তরে তাই আজ
বাজছেরে মহা বীন ।

বীনের তালে নাচছে দেখ
দেশের কোটি যুবা ,
রুখবে তারা শক্ত হাতে
হায়ানের ঐ থাবা ।

ওরে যুবা আজকে তোরা
কেনরে ঘরে হায় ,
আজকে তোদের ডাকছে জাতি
আয় সবে ছুটে আয় । ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top