Top today
ডিম পেড়েছে গাধা
আযব কথা শুনতে পেলাম, ডিম পেড়েছে গাধা
বলল সবাই পাড়ুক না ডিম, কে দিয়েছে বাধা
এইনা শুনে চিড়িয়াখানায়, যেই গিয়েছি ছুটে
আযব গাধার মুখে তখন, উঠলো হাসি ফুটে
ডিম দিয়েছো ভালো কথা, কে ফোটাবে ছানা
চুপটি করে বলল গাধা, এটা তো নেই জানা