Today 01 Dec 2025
Top today
Welcome to cholontika

রক্তপিয়াসি

: | : ০৪/০১/২০১৪

রক্তপিয়াসি

…………জাফরপাঠান

 

প্রমূর্ত নয়ণেপ্রলুব্ধ গর্জনের চর্বণে

দৃষ্টি দেয় সীমান্তেনিত্য চাখে পার্বণে,

খুনের পর খুন,অভিলাষের পর লাশ

মিটায় পিয়াসহত্যালীলায় সর্বনাশ

 

শুনেছি ইসরাইলী হত্যার কোরাস

নয়ণে স্বপনে যাদের মুসলিম নাশ,

মুহূর্তে মুহূর্তে রক্তে মিটায় পিয়াস

মৃত্যু হাতে ফিলিস্তিনিদের বসবাস

 

দেখি এখন স্বভূমের সীমান্তকে ঘিরে

আসিছে কর্বূরেরা ধ্বংসলীলায় ফিরে!

এক হাতে ফুলঅন্য হাতে ছুঁড়ে বাণ

কলকলিয়ে ছুটে রক্তবানজুরায় প্রাণ

 

মুখে তুলে শিসকর্মের ফণাতে বিষ

নেয় দুহাত ভরিয়াআশ্বাস অহর্নিশ,

চীনপাকিস্তানের আস্ফালনলাগে পরম

এপারে মর্জি দেখাতে সদা থাকে গরম,

দেখায় অহম, যদিও নাই লজ্জা শরম

 

যত হিংসাতত প্রতিহিংসাজিঘাংসা

সবি ঢালে এপারমিটায় সুপ্ত অভীপ্সা,

বাংলাদেশের রক্তে আর কত দন্তলাল

রক্ত পিয়াসির রক্তপানসহ্য কতকাল

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top