Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

মামা ভাগ্নে আলাপ চারিতা-২

: | : ০৫/০১/২০১৪

মামা ভাগ্নে আলাপ চারিতা-২

ভাগ্নে : মামা, আমার বেশ লেগেছে চিঠি খানা ।
মামা : বড়দের চিঠি পড়তে মানা। সে কথাটা নেই তোর জানা?
ভাগ্নে : তুমি সব সময় টক-শো দেখ কেন ?
মামা : তেতুল খেয়েছ কখনো ? একটুকরা খোসা ছাড়ানো তেতুল জ্বিব্বার সামনে ধরলে জ্বিবে জল আসে, ঠিক তেমনি টক-শো যখন সত্য কথা কেউ বলে তখন বেশ উপভোগ্য হয়।
ভাগ্নে : মামা বুঝলাম না।
মামা: তোর বোঝার দরকার নেই ।
ভাগ্নে : কি বললা মামা,তুমি ন জান আমার মনে কি চায় ?
মামা: কি চায় ?
ভাগ্নে : মনে মনে ভাবি যদি আমার একটা সুপার পাওয়ার থাকত টিভি চ্যানেল গুলো এক সুইচে বন্ধ করে দিতাম।
মামা: কেন ভাগ্নে,ওরা আবার কি করল?
ভাগ্নে : সারা দিন বিজ্ঞাপন আর টক-শো, সব মিথ্যা কথায় ভরপুর।ভাল্লাগেনা।
মামা : আমার ও ভাললাগেনা কিন্তু আমাদের তো কিছু করার নেই ।
ভাগ্নে : মামা আমার যদি সুপার পাওয়ার কাজ করত প্রথমে সরকারি সব টিভির সুইচ অফ করে দিতাম তা হলে দেশের জনগন সত্য কথা না শুনতে পেলেও সারা দিন মিথ্যার ফুলঝুড়ি কথা মালা থেকে মুক্তি পেত।
মামা: তা হলে সাধারণ মানুষের অধিকার ক্ষুন্ন হবে না।
ভাগ্নে : অধিকার? মামা ওরা যে চরদখলের মত দখল করে নিজের মনগড়া কথা বলে তাতে আমাদের অধিকার ক্ষুন্ন হয় না ? ওরা সারা দিন ওদের একই গান বাজায় তা কত জন মানুষ নেয় ভেবে দেখেছ ?
মামা: তুই তো দেশের মানুষ নিয়ে অনেক ভাবো, ভাল। তোর বাপ শুনলে তোর খবর আছে, সে কিন্তু সরকারি দলের ভক্ত ।
ভাগ্নে : হোক, তাতে আমার কি ! মামা তুমি বল রাত জেগে তুমি যে লোকগুলোর কথা শোন, কতজন সাধারণ মানুষের কথা বলে ? আগে দেখতাম একদল শাসক দলের গুনগানে পঞ্চমুখ আর একদল তার বিপরীত। মনে হয় ওদের ব্রেণের একাংশ ব্লগ হয়ে গেছে।
মামা: ভাগ্নে তুই কিন্তু বেশি পেকেছিসরে!
ভাগ্নে: পাকার কি দেখলা,তোমরা সত্যকে সত্য বলতে এত ভয় পাও কেন ?
মামা: আসলে দেখ আমরা কেমন যেন দল কানা,দল দাসে পরিনত হচ্ছি দিনে দিনে।সত্যিকারার্থে দেশ প্রেম নেই,আছে তোষামোদির মাধ্যমে লুটপাটতন্ত্র.
ভাগ্নে: মামা দেখ, বেসরকারি টিভি চ্যানেল গুলো এখন যেন চুপসে গেছে…
মামা: আমি ওদের দোষ দেইনা, বেসরকারি টিভি চ্যানেল গুলোতো ব্যাবসা করতে এসেছে তাদের অনেক সীমাবদ্ধতা আছে।
ভাগ্নে: তোমার কথা মানলাম না। তাদের সহকর্মীদের মেরে ফেললে তারা সত্য কথা বলতে পারবেনা,দল কানার মত ভাগ হয়ে যাবে আর এটা তুমি সাপোর্ট করবে,কর।
আমার যদি শক্তি থাকত বা সুপার পাওয়ার কাজ করত তা হলে সব টিভি বন্ধ করে দিতাম আবার সব চ্যানেল এক সুইচে অন করে গুগোল এর মত সার্চ দিয়ে বের করে ফেলতাম কে কে
সাগর-রুনিকে খুন করেছে আর তা এক যোগে সব চ্যানেলে প্রচার করতাম ।
মামা:ভাগ্নে সুপার পাওয়ারে গল্প পরে শুনব এখন আমি কাজে যাই ।
ভাগ্নে: মামা আর ও আছে পরে বলব।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top