রাজনীতি বিদদের জনগন সম্পর্কে সচেতন হওয়া দরকার ।
বাংলাদেশের রাজনীতি আর রাজনৈতিক পরিবেশ নিয়ে লিখতে লিখতে আমরা লেখকরা দিন দিন ক্লান্তই হয়ে পড়ছি ।আচরনগত যে কারনগুলো রাজনীতি বিদদের সাধারন মানুষের কাছে খারাপ করে দিচ্ছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সহিংশতার পথে সকল রাজনীতিকের একটু বেশীই এগিয়ে যাওয়া ।মানুষের জন্য কাজ করা রাজনীতির মোক্ষম কাজ হয়ে থাকলেও বার বারই এর বিপরীত চিত্র আমাদের চোখের সামনে উপস্থিত ।গত দের মাস ধরে আমাদের দেশে চলমান রাজনৈতিক সহিংশতায় মৃতের সংখ্যা ১৫০ এর কাছাকাছি ।পুড়ে গেছে আরো অনেক বেশী মানুষের শরীর ।হাশপাতালের বেডে মানবেতর জীবন আজ কেন তাদের কাটাতে হবে এই প্রশ্নের উত্তর কেউ না দিলেও তাদের এ প্রশ্নে আজ চারিদিক ভারাক্রান্ত ।হয়ত আমরা এই করুণ ডাকগুলো শুনতে পারছিনা কিন্তু মানুষ হিসেবে বার বারই আমরা এদের দুঃখে কেঁদে উঠছি ।প্রতিদিন অসহায়ত্ব দেখতে দেখতে আমরা ক্লান্ত হলেও রাজনীতি বিদদের মনের অবস্থা এদেরে দুঃখে কতটুকু দুঃখী সেই প্রশ্নটা আজ বার বার মনে উকিঁ দিয়ে যাচ্ছে ।কোন রাজনীতি বিদরাই আজ দুঃখী মানুষের কথা বলছেনা ।সংবাদ ব্রিফিং বা জনসভা সবখানেই শুধু নির্বাচন নিয়েই কথা ।কিভাবে নির্বাচন হবে অথবা নির্বাচনে কোন দল কি পাবে এই হিসাবই যেন নির্বাচনের মূল্য উদ্দেশ্য ! কিন্তু নির্বাচন মানেইতো শুধু প্রার্থীকে বাছাই নয় ।এটা জনগনের অধিকারের প্রশ্ন এটা যেন ভুলে থাকার জন্যই নির্বাচন অনুষ্ঠান !
রাস্তায় গেলে দেখা যায় অসহায় মানুষগুলো কেমন অসহায়ত্ব নিয়ে তাকিয়ে থাকে ।কোদাল আর টুকরি নিয়ে যারা দিন আনে দিন খায় রকমের মানুষ তাদের খোঁচা দাড়িঁওয়ালা চেহারাগুলো আজ যেনই দু-মুঠো ভাতের অপেক্ষা ।বাড়িতে সন্তানের আহাজারি দেখতে হয় এই মানুষগুলোর, দেখতে হয় না খেয়ে সন্তান মারা যাওয়ার করুণ কাহিনী ।তবু তাদের বেঁচে থাকতে হয় কালকের জন্য আর হাহাকার করতে হয় জীবিকার জন্য ।
আমরা যারা এই মানুষগুলো নিয়ে ভাবি তাদের কিছুই করার নেই এদের জন্য ।গাড়ি চললে কাজ হবে না চললে কোন কাজ হবেনা ।তবে কি এর সাথে এই সব মানুষগুলোর খাওয়াও বন্ধ থাকবে ?
রাজনীতি বিদরা যে সংবিধান আর নিয়মের কথা বলছেন তা কাদের জন্য ? এই সব মানুষদের জন্য নয় ?
আজ যে সমাধানটুকু অর্থাৎ সব দলের অংশ গ্রহনের নির্বাচন তা কিন্তু হওয়া খুবই সম্ভব যদি সবাই একটি কথাতে একমত হতে পারেন – আর সেটা হল আমাদের রাজনীতি জনগনের জন্য ।রাজনীতি করতে হলে আপনাদের এই কথায় আসতেই হবে ।জনসভায়, ব্রিফিং-এ কথা বদলে সব জায়গায় উচ্চারন করুন আমরা জনসাধারনরে জন্য রাজনীতি করতে চাই ।ক্ষমতার কথা বাদ দিয়ে যদি বলে ফেলতে পারেন দেশের মানুষের কথা তবে দেশ শান্তি আসবেই ।তাকান সেইসব মানুষদের দিকে যাদের একমুঠো ভাতের জন্য একদিনের কাজের অফেক্ষা করতে হয় ।আশ্চর্যের ব্যপার হলেও সত্য নৃশংসতায় আহত মানুষদের দেখতে কোন রাজনীতি বিদরা যান না ।আবার তাদের নিয়ে রাজনীতি করার কথাও ভোলেন না ।আমরা দেখতে চাই আপনারা মানুষের কথা বলুন এক কাতারে দাঁড়ান জনগনের পাশে ।দেশ নিয়ে ভেবে দেশকে নিয়ে কাজকরুন ।তবেই সত্যিকারের রাজনীতি বিদের পরিচয় মিলবে ।