Top today
স্মৃতি জাগানিয়া
আবার আসবে ফাগুন ধূলির ধরায়
ঝকঝকে রোদমাখা এমন দিনে
আবার গাইবে পাখি বসন্তবেলায়
দিনে দিনে বহু দেনা বেড়েছে ঋণে।
শুধিবে কে সেই ঋণ এই অবেলায়
আছে কার হিম্মত কে নেবে চিনে?
সময় বদলে যায় সময়ের স্রোতে
স্মৃতিরা থাকে পড়ে তার বিপরীতে।
ক্ষণিকের খেলা এই জয় পরাজয়
স্মৃতি জাগানিয়া বড় মধুময়।