Top today
ভাল-মন্দ
ভাল-মন্দ
নুরুজ্জামান মাহ্দি
ভাল-মন্দ বুঝি না!
বৃথা তারে খুঁজি না
মনের মধ্যে যারে ধরে
তারে ছাড়া ভজি না!
দুঃখ করি মাঝে মাঝে
ভালো মানুষ আসে!
সে করে ছড়িয়ে ছিটিয়ে
আমি করি বসে!
প্রকৃত সে প্রকৃতির ডাকে
ছুটে এদিক ওদিক!
আমি তখন বাঁয়ে গিয়ে
করে আসি গতিক!