আমাদের গনতন্ত্র প্রেম ।
বাঙ্গালীর হৃদয়ে প্রেম ভালবাসার জোয়ার বন্যা সে চিরকালই । এরা জন্মে প্রেম নিয়ে মরেও প্রেম নিয়ে । অকুলকে ভালবেসে বকুল, হারায় দুকূল । তবুও বাঙ্গালী ভালবাসায় ব্যাকুল । দিবারাত্রি জেগে থেকে ভালবাসে । চোখ খুলে, চোখ বন্ধ করে ভালবাসে । ভালবেসে ঘর ছাড়ে। আবার ঘর বাঁধেও ভালবেসে । এমন আশ্চর্য প্রেম ভালবাসা আমাকে বরাবরই সংকোচে ফেলে দেয় । কেননা নিজের প্রতি সন্দেহ সে চিরকালই আমার থেকে গেছে । তাই নিজের সকল উদারতা দিয়েও যৌক্তিক হতে পারি না । এবং অত প্রেম ভালবাসার রহস্যও বুঝি না ।
এবার অবশ্য নতুন এক ভালবাসা দেখলাম । এবং শিখলামও । গনতন্ত্রের প্রতি মানুষের যে কী ভয়ংকর ভালবাসা থাকতে পারে তা পত্রিকা না পড়লে জানতেই পারতাম না । ভাগ্যিস দু’একটা পত্রিকা পড়ি বিধায় তবুও একটু প্রেম ভালবাসা আঁচ করতে পারি । নতুবা মূর্খতার কাতারে একেবারে গন্ডমূর্খের পর্যায়ে গিয়ে ঠেকতাম ।
এক ভদ্রলোক পঞ্চমবার ভোট (দশম জাতীয় সংসদ) দিতে গেলে নির্বাচনী কর্মকর্তা যখন বাঁধা দিয়ে বললেন, আপনি’তো চারবার এলেন, আবার কেন ? (দৈনিক প্রথম আলো ০৬.০১.২০১৪) . তখন প্রতি উওর দিয়ে বললেন, গনতন্ত্র রক্ষার জন্যই তিনি পঞ্চমবার ভোট দিতে এসেছেন । গনতন্ত্রের প্রতি এমন প্রেম আমাকে সত্যি বিমোহিত করেছে । মানবের গনতন্ত্র প্রেমের এমন উদাহরন আমাদেরকে যদি কিছু শেখায় তবেই আমাদের মুক্তি (!) নতুবা রক্ষে নেই ।
কিছু ভালবাসা রাষ্ট্র সমাজের প্রতি আমাদের থাকা উচিত । যদি একেবারেই নাই থাকে তবে অন্তঃত এদের দ্বারস্থ হওয়া উচিত । শিখতে লজ্জা থাকলে হয়না ।
………………..নিঃশব্দ নাগরিক ।