Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

|| ‘পালাক্রম’ ||

: | : ০৭/০১/২০১৪

নিত্য দিনের মতো একটি ‘খবর’-
উজ্জল ঝকঝকে ছাপা হেডিং ,
মোটা-কালো বোল্ট মারা অক্ষর ;
নাবালিকা-কিশোরী-ষোড়শী-যুবতী-গৃহবধু..
ধর্ষিত ..পালাক্রমে ।

মহল্লার শুভ্র দেয়ালজুড়ে কিংবা
হাতের সেলফোনে ফেসবুক স্ট্যাটাসে
শতাব্দীর অশ্লীল শব্দবিন্যাসে –
পাড়ার নষ্ট যুবকেরা পালাক্রমে
স্বৈরস্বপ্নের ফানুস উড়োয় ।

বঙ্গীয় উপদ্বীপ এই পলল মাটিতে নেমে আসে
পংকীল কালোমেঘে নরকবৃষ্টি ।
জলমগ্ন নরম কাদায় হায়েনারা বোনে
‘একাত্তুরের’ পালাক্রম শস্যের ‘জারজ বীজ’।

কার্তিকের আমনক্ষেতে ঢেউ খেলে আজ-
‘পালাক্রম’ সংস্কৃতি ।
এখন ‘পৌষপার্বণে ‘ চলে পালাক্রম-
নবান্নের শকুণ উৎসব ।।
————-

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top