Top today
পালাবদল
তোমায় ছুঁয়ে আছি সমস্ত দেহে মনে
তবু কেন পৃথিবীর রং কাঁচ এখন অন্ধকার !
লালিম বসন্ত গন্ধ যদি তোমার প্রসাধন,
কত মুখ ঢেকে যায় রং রাংতায়।
দুটি সোনার চোখে কতটুকু আলো ধরে !
খিলানের জানালা বেয়ে ন্যুব্জ শরীর
সবুজ মেখে তবু শুয়ে থাকে সেই অন্ধকার।
দুটি আঁখির পাতা ঢেকে নাও যদি সমস্ত অন্ধকার
ব্রহ্মাণ্ড তালুতে–ঐ নক্ষত্র বাগানের ভালবাসার বিকিকিনি,
তরাজুর মাপে নিক্তি সেই দুরন্ত ভালবাসায়
লেগে আছে মানস ঠোঁটের হিজিবিজি হিজল বন।
শৈশব ভেঙে কৈশোরের পালাবদলে তুমি–
বসন্তের পলাশ ওষ্ঠে তোমার রক্তধার !