ভালোবাসার প্রথম দিনের কবিতা
আমার কাছে এই দিনটা
সারাজীবনই অন্যরকম
সেদিনও এমনই কুয়াসা ছিলো….
চোখ ঝাপসা করা কুয়াশায়
দূর থেকে তোমার হলুদ জামা
আমার চোখে রং ঠিকই ছিটিয়েছে,
রোদহীন সেই সময়টা
তোমাতেই আলোকিত আমার কাছে এখনও ।
মনে পরে তোমার….
রোদের আনাগোনায় মুখরিহয়ে ওঠে
কুয়াশা ঘেরা সকাল,
তোমার ভালোবাসার কথায়…..।
আজও যখন ঐ রাস্তায় হাঁটতে যাই
সেই গাছটির সামনে থমকে দাঁড়াই
এখানে দাড়িয়েঁই তুমি বলেছিলে
আমার মতই ভালোবাস আমায়…
অনেক অপেক্ষার প্রহর শেষে
ভালোবাসার নরম স্বাদ
তুমি আমাকে দিলে….।
সেই খালি বেঞ্চটা এখনও তেমনি,
মনে হয় এই মাত্রই
উঠে গেছি তুমি আমি
কুয়ায়াশায় ঘাসের ছাপে তোমার পা দুখানি
আলতো করে ছুয়েঁ গেছো তুমি….।
গাছে আমার আলতো হাতে লেখা
তোমার নাম
এখনও অক্ষত তেমনি…..
ভালোবাসার রংটা এমই
তুমি ভালোবাসো বলেই
ধণ্য আমি …..।
আজো বসে তোমার কথাই
বার বার মনে পড়ে যায়
তুমি আছো বলেই
আমার হৃদয়ের পাতায় পাতায় ।
সাঈদ চৌধুরী ( রচনাকাল : বিকাল ৩টা ০৬.০১.২০১৪ইং)