Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

শেফালী কেঁদেছে আমার মন

: | : ০৭/০১/২০১৪

তুমি শেফালী আমাকে ভালবাসনা আমি জানি
তবে কেন ছলনায় ভোলাতে চাও আমাকে,
ক’দিন না দেখলে  দু চোখে আমায়
ছলনায় আসো কাছে;আমিও তখন দেখি তোমাকে।

আমাদের পাসের রুমে তুমি ছিলে শেফালী
তা- একটুও  আমার জানা ছিলোনা ,
যদি জানতাম তোমার বান্ধবীর ওখানে এসেছো
তবে তোমার দুলা ভাইয়ের সাথে যেতাম না ।

আমি রুমের ভীতর ঢুকেই দেখেছি তোমাকে
আমাকে আমার বিবেক সেখান থেকে বের হতে দেয়নি,
তুমি আমাকে ভুল বুঝবে বলে…
আমি আমার বিবেকের উত্তর ফেলে দেইনি ।

বসে ছিলাম তাই তোমার দুলা ভাইয়ের কথায়
শেফালী তোমার পিছু চকিতে,
তুমি আমাকে কোন কথাই বলনি
আমায় নিয়ে করেছো উপহাস বান্ধবীদের সাথে ।

শুধু আমার দিকে কয়েকবার তাকিয়েছো
তাঁতে ভরেছে হয়তো তোমার পিপাসার নয়ন,
আমিতো তোমাকে দেখেই কেঁদেছি
তোমায় দেখার কষ্টে কেঁদেছে আমার মন ।

*********** সমাপ্ত **********
তারিখ :   ১১-০৩-২০০২ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top