Today 22 Dec 2025
Top today
Welcome to cholontika

সুখপাখি

: | : ০৭/০১/২০১৪

সুখপাখি

জীবনের সুখপাখির ছটফট মনেতে
কোন ক্ষনে যাবে উড়ে অচেনা বনেতে
দিনে দিনে বাসা তাই বেঁধেছে ঘুনেতে
রঙ্গিন চোখ গুলো বাঁধা বিনি সূতোতে
স্বপ্নিল রাত গুলো ডুবে আছে ধাঁধাতে।
তুমি বিনা আমি একা পারি না যে থাকিতে
জীবনের জয়গানে তোকে কাছে রাখিতে
টলমল ছলছল মায়া ভরা আঁখিতে
সাগরের জলরাশি গগনের শশীতে
সুখ খুঁজি মায়াময় জীবনের হাসিতে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top