Top today
সুখপাখি
সুখপাখি
জীবনের সুখপাখির ছটফট মনেতে
কোন ক্ষনে যাবে উড়ে অচেনা বনেতে
দিনে দিনে বাসা তাই বেঁধেছে ঘুনেতে
রঙ্গিন চোখ গুলো বাঁধা বিনি সূতোতে
স্বপ্নিল রাত গুলো ডুবে আছে ধাঁধাতে।
তুমি বিনা আমি একা পারি না যে থাকিতে
জীবনের জয়গানে তোকে কাছে রাখিতে
টলমল ছলছল মায়া ভরা আঁখিতে
সাগরের জলরাশি গগনের শশীতে
সুখ খুঁজি মায়াময় জীবনের হাসিতে।
কোন ক্ষনে যাবে উড়ে অচেনা বনেতে
দিনে দিনে বাসা তাই বেঁধেছে ঘুনেতে
রঙ্গিন চোখ গুলো বাঁধা বিনি সূতোতে
স্বপ্নিল রাত গুলো ডুবে আছে ধাঁধাতে।
তুমি বিনা আমি একা পারি না যে থাকিতে
জীবনের জয়গানে তোকে কাছে রাখিতে
টলমল ছলছল মায়া ভরা আঁখিতে
সাগরের জলরাশি গগনের শশীতে
সুখ খুঁজি মায়াময় জীবনের হাসিতে।