Top today
হৃদয়পুরে দেশান্তরী-১১
আমায় ছেড়ে চাও পালাতে ? পালাও, অনেক দূরে….!
জীবন কী আর উঠবে গেয়ে নতুন কোন সুরে ?
মনের সাথে ফন্দি করে খেলছো কানামাছি ?
পাগলী মেয়ে, আমি যে ঠিক বুকের মাঝেই আছি !
আমায় ছেড়ে চাও পালাতে ? পালাও, অনেক দূরে….!
জীবন কী আর উঠবে গেয়ে নতুন কোন সুরে ?
মনের সাথে ফন্দি করে খেলছো কানামাছি ?
পাগলী মেয়ে, আমি যে ঠিক বুকের মাঝেই আছি !