Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আতংকে শিশু

: | : ০৮/০১/২০১৪

মা  গো  মা  করিছো  কি গো

বা ইরে  যেও না ,

বোমায়   তোমার    জীবন   যাবে

তাও কি   জান   না ?

দেশ   প্রেমের   রাজনীতি    করে

মানব    প্রেম   জানেনা ,

বোমা    মেরে    মানুষ    মারতে

হৃদয়  তার    কাপে  না ।

তারা ও    মানুষ    দাবী   তাদের

মানুষের    ভাল    চায় ,

মানুষ    মেরে   উল্লাশ    করে

এ   কেমন   মানুষ   হায়  ।

ধর্মীয়   লেবাস   বোমার   নীতি

জাতিতে   মুসলমান ,

সারা    বিশ্বে   করিছে   ত্রাস

একি   প্রেমের   জয়গান ?

ধর্মের   নামে   মানব   নিধন

এ  কোন  ধর্মের  বিধান ,

স্ব উৎসাহে   মানুষ    মারে

এরাও কি  মুসলমান  ?

মানুষের   মাঝে   মানবতা   নেই

পশুর  সমাজে  তাদের   বাস

মানুষ   পশুর   তফাৎ  তারা  বুঝবে

আজিকে , এটাই  মোদের  আশ  । ।

 

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top