Top today
আলোকের যাত্রা (গুচ্ছ)
“যে আসে সে আসে
বার বার আসে
ফিরে যাবার জন্য আসে
যে যায় সে যায়
বার বার যায়
ফিরে আসার জন্য যায়”
“শঙ্কার দাঁড়িপাল্লায়
পরিমাপ করা
কিছুই মেলে না
অপ্রাপ্তি ছাড়া”
“আমার জানালা থেকে
মস্ত খোলা আকাশ
দেখা যায়
আমার মনটা কেন
আকাশ হলো না
আকাশ হলে
সব কিছুকে
ধারণ করা যেতো
এখন
দুঃখগুলোই উপচে
পড়ে যায়”
“ভাসা ভাসা সাদা মেঘ
বৃষ্টি কি ঝরায়
কুয়াশা ঘন ঘোর
জল কি গড়ায়”
“মনে পড়ে সেই মুখখানি
দূর দীপ রেখা
চোখে লেগেছে ঝলক
প্রথম বারের দেখা”
“অনেক দিনের পরে
আবার হবে দেখা
তুমি থাকবে একা
আমিও কিন্তু একা”