Top today
গাধা গাধা গাধা
এই দেখুন না আমি এখন, গাধার পিঠে বসা
শুনছে না যে কথা আমার, কী যে আযব দশা
ডানে বললে বামে চলে, সোজা বললে বাঁকা
ধমক দিলে লাফিয়ে উঠে, যায় না বসে থাকা
হাঁটরে গাধা জোরে জোরে, যাবো অনেক দূর
একটু পরে আঁধার কেটে, আসবে নতুন ভোর