Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

‘ভোট -ভাতের সমীকরণ’

: | : ০৮/০১/২০১৪

আইজুদ্দী যুদ্ধে যাবে শত্রুরে সব করতে সাফ,
মা ডেকে কয়-ওরে সোনা, গন্ডোগোলে(**) যাসনে বাপ ৷
আইজুদ্দী বলে মাগো ভোটটা দিছ তাতে কি ?
কপাল ঠুকেও জীবনভর জুটবেনা ভাত পাতে ঘি ৷
মায়ের কথা এই নিয়তি- শত জনমের মহাপাপ,
জীবন দিয়েও পারলে ঘোচা হাভাতের এই অভিশাপ৷
ক্ষমতাসীনের নখরে ধার মুখে ছিল ভন্ডবোল ,
আইজুদ্দীদের রক্তেনদী বানভাসায় সেই গন্ডোগোল ৷
আজোবধী আইজুদ্দীরা ভন্ডবোলে কী মন দেয় ?
ভোট আর ভাতের অধিকারে গন্ডোগোলে জীবন দেয় ৷
দুবৃত্তরা (?) আজকে কেন জনমানূষের প্রাণ কোপায় ?
সদিচ্ছা নয় স্বেচ্ছাচারের গন্ধটাতো ‘তারানকো’ পায় !
ক্ষমতার বড়াই করে মুখে না আর ভাষণ দিই,
পুরোনো সব বিষয় নিয়ে আর ঘাটিনা কাসুন্দিই ৷
‘স্বাধীনতা’তো একার কোনো সস্তা কেনা রেশন নয়,
‘গন্ডোগোলের’ আজো কেন বস্তা জেনারেশন বয় ?
আইজুদ্দীরা ঠিকই বুঝে স্বাধীনতার মানে কি ?
ভোট-ভাতের সেই গন্ডোগোল ‘মা’ বুঝি আজ জানে কি?
ভোটে- ভাতে সমীকরণ এই কথা আজ কে মানে ?
ভোট না থাকলে ভাত থাকেনা মায়ের চেয়ে কে জানে ?
———
(**)`গন্ডোগোল`শব্দটি গ্রামের সাদা-সিধে মানূষ ‘ দাঙ্গা-মারামারি পযার্য়ের’ একটি বিষয়কে বুঝে থাকে ।
উল্লেখিত ‘শব্দটি’ কবিতার ভাববোধ প্রকাশের প্রয়োজনে ব্যবহৃত হয়েছে ৷

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top