স্বপ্ন তো হতে পারতে …..(কবিতা+ছবি=ছবিতা)
আচ্ছা, তুমি কি করতে পার না
কাশ ফুলের মতো নরম, তোমার ওই মনটা,

যেথায় থাকবে না কোনো কালিমা
হিংসা, ঘৃনা, থাকবে শুধু ছড়িয়ে সর্বত্র শুভ্রতা।

আমার ভাবনায় আছে শিশির ভেজা হেমন্তের খোলা মাঠ
ওই দুর . . . দুরের নীলিমার ছোঁয়া,

স্বপ্নগুলো একের পর এক যেভাবে হারিয়েছিল
ভাবনাতে তাই চাই, হারিয়ে যাওয়া স্বপ্নগুলো ফিরে পাওয়া।

বাস্তবে না হয় স্বপ্নে তো হতে পার
শশীর আলোকে আলোকিত রাত,

হতে পারতে আমার চোখে রঙধনুর সাত রং
সাত রঙ্গা বৃষ্টিতে স্নাত হতাম দুজন এক সাথ।

স্বপ্নেই না হয় আমার হাতটি ধরে

এলবেট্রসের ডানায় চড়ে,

ঘুরে বেড়াই দুজন সাত সমুদ্র তেরো নদী
যেথায় আমার স্বপ্নগুলো সাজানো থরে থরে।

তুমি স্বপ্ন হয়ে হতে পারতে
অঝর ধারার বৃষ্টি,

মনে জমা কালো মেঘ গুলো সরিয়ে
বিষন্নতার ক্ষনগুলোকে করতে অতি মিষ্টি।

স্বপ্ন হয়েই না হয় একবার
আপন হয়ে আমার হাতটি ধরলে

ছায়া হয়ে সাথে সাথে চলে
প্রাণটি আমার ভরলে ।

জানি জানি সবই জানি পাব না কখনো
কাশ ফুলের নরম তোমার মনের ছোঁয়া,

ভাবনাগুলো থাকুক স্বপ্ন হয়ে এলোমেলো
আমি ছাড়া জানি, সবই মিথ্যা, সবই ভুঁয়া।

