Top today
হরতালের দিন
হরতাল অবরোধ ভাল ইতো মা
স্কুলে, যেতে হয় না ,
পড়া লেখা না শিখলে ও
টিচাররাতো কিছু কয়না ।
সারা দিন বন্ধুরা মিলে
খেলা করা যায় মাঠে ,
ভয়তো শুধু একটি ই মনে
বোমা যদি ইবা ফাঁটে ।
বোমারু ভা ই বোমারু ভাই
বোমা কেনগো ফাঁটাও ,
লোক দেখাতে ফাঁটাও যদি
খালি মাঠে তা ফাঁটাও ।
ময়লার গাদায় কেন তোরা
বোমাটা ফেলে রাখ ,
টোকা ই দুঃখে যায় সেখানে
তোমরা জান নাকো ?
অধিকার কোন পায়নি তারা
জন্ম গরীবের ঘরে ,
না বুঝেও আজ প্রাণটাও গেল
তার , আম জনতার তরে । ।