Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আমার কিছু জিজ্ঞাসা

: | : ০৯/০১/২০১৪

আশা করি সবাই ভাল আছেন । কাজের ব্যাস্ততার জন্য ব্লগে লেখালেখি করতে পারি নি । হয়তো অনেক কিছু জানতে পারতাম তোমাদের কাছ থেকে । তা আর হয়ে উটল না ।সামনে পরীক্ষা । রাজ্য সরকারের নিয়ম অনুসারে ,শিক্ষকের চাকরি তথা নিজের যোগ্যতা পরিমাপের জন্য TET পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা বাধ্যতামূলক । এবার সকলের সাথে আমি এ পথে পা বাড়াব বলে ভাবছি । সাইকোলজি , অংক , ইংরাজী ,পরিবেশ এবং মাতৃভাষার উপর ১৫০ টি প্রশ্ন থাকবে । আপনারা হযতো ভাবছেন সাহায্যের কথা বলে গৌরচন্দ্রিকা লিখে ফেলেছি । আসলে ব্যাপারটা হল সোজাসোজি কিছু কাউকে বলতে পারিনা আবার বিশেষ কিছু লিখতেই পারিনা । এবার কাজের কথায় আসা যাক । আমি যেহুতু বাঙালি তাই বাংলার উপর ৩০ টি প্রশ্ন থাকবে । বাংলার সিলেবাসে আছে
কয়েকজন প্রতিযশা সাহিত্যিক , বাংলা ভাষার জন্ম ও ক্রমবিকাশ ও উপভাষা ,বিভক্তি ,নির্দিষ্টতা বাচক প্রত্যয় ইত্যাদি । কেউ জেনে থাকেন তবে অবশ্য আমাকে খানেকটা এ বিষয়ে সাহায্য করবেন । বিশেষ করে নিদিষ্টতা বাচক প্রত্যয় সম্বন্ধে । তাছাড়া ভাষার ক্রমবিকাশ ও উপভাষা এবং সাহিত্যিকদের সম্বন্ধে । আশা করি সাহায্য পাব । যদি লেখায় কোনো ভূল হয়ে থাকে তবে ক্ষমা করবেন ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top