Top today
আমার ডায়েরী ( ০৭.০২.২০০৫ )
মানুষের সবচেয়ে বড় সমস্যা সে বাহিরের মিথ্যাটুকুকে সত্য বলে ধরে নেয় কিন্তু নিজের ভিতরের সত্যকে কখনো সে আবিষ্কার করে না । তাই সে এখানে সেখানে সুখ খুঁজে বেড়ায় । কিন্তু কোথাও সুখ খুঁজে পায় না । এই না পাওয়ার বিভ্রান্তি তাকে সুখ সম্বন্ধে ভুল ধারনায় পৌঁছায় । তখন সুখকে মরীচীকা ভেবে সে কেবলই হাপিত্যেশ করে বেড়ায় । কিন্তু কখনো অর্ন্তমুখী হয় না । যদি মানুষ অর্ন্তমুখী হতো তবে নিজের ভেতরই এমন এক চলিকাশক্তির জন্ম দিতে পারতো যার দ্বারা নিজের সুখ নিজেই জন্ম করতে পারতো । আর এখানেই একজন সংস্কৃতিবান ও একজন সামাজিক লোকের পার্থক্য । একজন যেখানে সুখ জন্মদাতা , অন্যজন সেখানে সুখ অনুসন্ধানকারী ।
……………………………………………………নিঃশব্দ নাগরিক ।