Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

হৈ চৈ রৈ

: | : ০৯/০১/২০১৪

 

                          (১)

শুন হে বাংলার স্বজন সকল সুজন কুজন
উপেক্ষা করে ষোল কোঠি মানুষের রোদণ
জবাইয়ের পর হলো গণতন্ত্রের নতুন পাদায়ন
অসংখ্য উল্লাসী হায়েনার পাতে বিলাসী ভোজন।

 

                        (২)

আবার ও দেখো এই দূর্ভাগা বাংলায়
শক্তির কাছে সত্যের মহা পরাজয়
অসংখ্য উল্লাসী হায়েনার হৈ চৈ রৈ
মানুষ নামের পশুদের পাশবিক বিজয়।

 

                        (৩)

সবাই তো দেখি দালাল কিংবা রাজাকার
বাকি সব চামচা ডাকাত মাস্তান বাটপার
ভাল মানুষেরা ঘরের বাহির হয় না আজ আর
পশুদের সাথে কে করিবে বলো দেন-দরবার?

——————————————————-

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top