Top today
হৈ চৈ রৈ
(১)
শুন হে বাংলার স্বজন সকল সুজন কুজন
উপেক্ষা করে ষোল কোঠি মানুষের রোদণ
জবাইয়ের পর হলো গণতন্ত্রের নতুন পাদায়ন
অসংখ্য উল্লাসী হায়েনার পাতে বিলাসী ভোজন।
(২)
আবার ও দেখো এই দূর্ভাগা বাংলায়
শক্তির কাছে সত্যের মহা পরাজয়
অসংখ্য উল্লাসী হায়েনার হৈ চৈ রৈ
মানুষ নামের পশুদের পাশবিক বিজয়।