Top today
|| ‘বিদ্রোহ’ ||
মা’যে মোদের করতো দোয়া
সন্ধ্যা-সকাল-প্রাতে,
‘সন্তানেরা’ দিব্বি যেন
থাকে দুধে-ভাতে ।
তবু কেন দুঃখের বহর
দেখি চারদিক,
বাঁচার তরে নিত্য কেন
সবার হারজিত ;
কার ভাগের খাবার কেড়ে
কে- নেয় কার পাতে ।।
রাস্তা দিয়ে হাটতে দেখি
পথের ধারে যত ,
পথহারা সব মানূষ এসে
ভিড়ছে অবিরত ;
শক্তিমানের অসীম খেলায়
বিষম এ’রা মেতে ।।
গরমকালে এ’দের গা-যে
রক্ত চোষা ছাই,
শীতের দিনে বস্ত্র-বিনে
নেই’তো কোথাও ঠাই ;
হাভাতে সব দিনযে কাটে
পায়না যখন খেতে ।।
‘ধনির’ গরীব-শোষন,
কিংবা শাসন এ’দের ঘিরে ,
ইচ্ছে মতো চালালে এ’রা
সহজে চলে ফিরে ;
কিন্তু যখন ক্ষেপে ! তখন
‘অস্ত্র’ যে নেয় হাতে ।।
—