Top today
শীতের বুড়ি
শীতের বুড়ি থুত্থুরি
মাঘ পউষে আসে
লেপ কাঁথা মুড়ি দিয়ে
খুকখুকিয়ে কাশে।
কুয়াশার চাদরে মোড়া
শীতের সকাল
শিউলি বকুল ফোটে
ঝরে চিরকাল।
শীতের বুড়ি আসে যায়
পিঠাপুলি নিয়ে
আনন্দ আর উৎসবে
মাতি তাই দিয়ে।
খেজুর পাটালি রসে
শীতের এই দিনে
হিম হিম ঠান্ডায়
জমে যাই ঋণে।
অবশেষে শীত যায়
ঋতুরাজ আসে
ছেলে বুড়ো সকলে
আনন্দে ভাসে।