Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

‍দুই বিবেক

: | : ০৯/০১/২০১৪

সে বলে বামে চল আমি বামে যাইনা,
মাস শেষে আমি তাই উপড়িটা পাইনা ।
সে বলে যা খেতে আমি তা খাইনা
ঝগড়াটা লেগে আছে ফুসরত পাইনা।
সে বলে তেল দিতে আমি তেল দেইনা,
বছরটা শেষ হলে প্রমোশন পাইনা ।
শহরের উচু দালান বিলাসিতা চাইনা,
সেই ঘরের পানি পান করতে যাইনা।
সীমিত আয় বলে অনটন যায়না
সোনারগাঁ শেরাটন যেতে মন চায়না।
সন্তানের কত-শত আবদার বায়না,
সৎ আয়ে সব কিছু দেয়া কভু যায়না।
দিন ভর অশান্তি রাতে ঘুম হয়না,
সুখ তার নাই মনে ছটফট যায়না।
যত আছে তত চায় চাওয়া শেষ হয়না
সে শুধু সুখ চায় দুখ তার সয়না,
দুখ বিনা সুখ লাভ কোনদিন পায়না।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top