Top today
আমি ও চন্দ্রা
চন্দ্রার দিকে তাকাতেই হিহি করে হেসে উঠল
আমিও ঠিক ওর মত করেই হাসলাম,
ও বলল-হাসলে যে?
আমি বললাম-তুমি হাসলে তাই।
ও বলল-বাহ,তু্মি অমন কান্ড করতে পার
আমি হাসতে পারব না?
আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম-কি কান্ড করলাম?
ও বলল-টি শার্টের দিকে তাকাও?
আমি তাকালাম
নিজেয় হতবাক হয়ে গেলাম
এ যে পুরো উলটো করে পড়েছি।
ও বলল-মাথা তোমার গেছে।
আমি বললাম-সাথে তোমারও?
কেন?
তোমার টিপটা গালে পড়েছ কেন?
চন্দ্রা কপালে হাত দেয়
বলে-শয়তান,ঠিক জায়গাতেই তো আছে।
আমি হেসে উঠি
চন্দ্রাও হাসতে থাকে।