পা ও মাথা । এবং মানুষের হাঁটা তও্ব ।
সজ্ঞানে হোক আর অজ্ঞানে হোক বহুদিন আগে কোন এক আত্বীয়কে বলেছিলাম আমি মিন্টু ( আমার ডাকনাম ) পা দিয়ে হাঁটি না । মাথা দিয়ে হাঁটি । আজ অনেকদিন পর কেন যেন মনে হয় কথাটা একেবারে মিথ্যে বলিনি । কিছু যুক্তি অবশ্যই আছে ।
বিজ্ঞান জ্ঞানে যাবো না । সে বিষয়ে আমার জ্ঞানও নেই ( আসলে কোন বিষয়েই নেই ) । তাই নিজের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে মাথা দিয়ে হাঁটার তও্বে ফিরে যাই । আমার ধারনা মানুষ পা দিয়ে হাঁটে না । হাঁটে মাথা দিয়ে । তা না হলে মানুষের ফিরে আসার এত এত আকাঙ্খা দেখতে পেতাম না । চলতে গিয়ে মানুষ হরহামেশাই হোঁচট খায় । লক্ষ্য থেকে বিচ্যূত হয় । কিন্তু মানুষের সহসাই ঘুরে দাঁড়ানোর যে প্রবল ইচ্ছাশক্তি তা আর যাই হোক পায়ের উপর ভরসা করে নয় । দুই পা মানুষকে এত সাহস দিতে পারে না । সে সামর্থ্য পায়ের নেই । তাই আমার মনে হয় মানুষ পা দিয়ে নয় মাথা দিয়ে হাঁটে । পা দিয়ে হাঁটলে হোঁচট খেলে মানুষ উঠে দাঁড়াতে পারতো না ।
সকল মানুষের জন্য একথা সমভাবে প্রযোজ্য নাও হতে পারে । তবে আমার বিশ্বাস অধিকাংশ মানুষের জন্য তা সত্য । পৃথিবীতে কিছু মানুষ আছে যারা নিয়মিত পা দিয়ে হাঁটে । এবং হোঁচট খায় । কিন্তু উঠে দাঁড়াতে পারে না । আমি তাদের কথা বলছি না । তাদের জন্য দুই অঙ্গের পার্থক্যে গজ আর মিটারে । একটা বায়ুতে অন্যটা ভূমিতে । আমি ফিরে আসা মানুষের কথা বলছি । যারা প্রতিনিয়ত উঠে দাঁড়ায় তাদের কথা বলছি ।
মানব পৃথিবীতে মস্ত দু’পা সমস্ত দেহকে দাঁড় করিয়ে রাখলেও মানুষের কৃতজ্ঞতা অতটা পায় না যতটা মানুষ কৃতজ্ঞ তার মাথার উপর । জগতে পা দ্বারা গুনী হয়েছেন এমন জ্ঞানী নেই । ফুটবলে লাথি মেরে অনেকে বিখ্যাত হয়েছেন বটে তবে তা পায়ের জন্য নয় । তাই যদি হতো তবে লম্বা আর শক্ত পোক্ত পায়ের কাছে কবেই এই খেলাটা মার খেতো ।
হ্যাঁ মানুষ ভেদে পরিসংখ্যানে পার্থক্যে অবশ্যই আছে । তা না হলে পৃথিবীর সব মানুষই সফল হতো । কে কতটা পা দিয়ে হাঁটে আর কতটা মাথা দিয়ে হাঁটে সে বিষয়ে বক্তব্য দেয়ার উপযুক্ত লোক আমি নই । আমি পায়ে হাঁটা মানুষ । ঐ চিন্তা আমার নয় । জগতে বিস্তর জ্ঞানী গুনী পড়ে আছে । আমি বরং সময় থাকতে কলম ছেড়ে উঠি ।
………………….নিঃশব্দ নাগরিক ।