Top today
লক্ষ লাশের নিচেও
লক্ষ লাশের নিচেও আমার কণ্ঠস্বর–
নৈঃশব্দ্য ঘিরেছে তোমার একলা রাজ্যাভিষেক
আলুথালু জীবনকে কতটা গুছাতে পারবে ভেবেছ ?
মৃতের স্তব্ধতার মাঝে কি স্বীকৃতি পাবে তুমি ?
তোমার আগুন পাখায় জ্বলে অগ্নিদাব–
সে আগুনেই জ্বলে যাবে অস্তিত্ব তোমার !
আজের মৌনতা,তবু হোক আমাদের মিছিল–
তোমার আদল মত অনেক আদল মানুষের বুক,
কত ধ্বংসাবশেষ বিছাবে মাটির শয়ানে ?
রক্তের সংলাপে দেখো ফুঁসে ওঠা লক্ষ প্রসার।
অথবা ভূগর্ভ জল যদি চিরে ওঠে ধনুঃশর আঘাতে
চিরন্তন বুননে দেখো আজ কেশ সজ্জার ধার !
একদিন ফেটে পড়বে এই বারুদ বক্ষ–
ফুটন্ত কড়াই দেখো টগবগ উৎসর্গে,
প্রতিঘাত মুষ্টি আজ লক্ষ সর্পফণ !
যূপকাষ্ঠে লেগেছে সিঁদুর–সহস্র মুষ্টিতে আজ খড়্গধার–
তোমাদের আহুতির এই প্রজ্বলিত যঞ্জাধার।