Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

অন্য পৃথিবী

: | : ১১/০১/২০১৪

দিন শেষে রাত এসেছে

পৃথিবীর ঐ দিকটা দেখো,

যেখানকার মানুষ এখনো না খেয়ে আছে

আর্তনাদের শক্তি হারিয়ে তারা এখন মৃতপ্রায়

গভীর অন্ধকার, সবদিকেই ভয়

ঐ পৃথিবীতেও কোন আলো নেই,  

অপেক্ষা প্রহরের স্পর্শহীন বুকে

দীর্ঘশ্বাসের এক বিশাল যুক্তিকে নিয়ে

ওরা এখনো বেঁচে আছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top