ডব্লিউডব্লিউ.কম…….
তা-মীম হলো নামটি তার
বয়সটা হলো সবে চার ।
দুষ্টের সেরামনি আমার প্রানের রাজা
অতিরিক্ত দুষ্টামিতেও দিতে পারি না সাজা ।
সারাদিন বসার নেই কোন ফুরসুৎ
দৌড়াদৌড়িতে দিনরাত হয় শারীরিক কসরৎ ।
প্রশ্ন করলে মিস নাই উত্তর, বলে দেয় ঝটপট
রাগটাও বেশী তার করে খালি দাতে দাতে কটমট ।
সারাদিন খেতে সে কিছুই চায় না
চকলেট চিপস আর হাবিজাবি খেতে ধরে খালি বায়না ।
ওকে বলি বাবা খাবে নাকি লটকন?
উত্তরে বলে, কি বললে মা? ডব্লিউডব্লিউডটকম ।
হাসতে হাসতে বলতেছি, চল বাবা দেখে আসি বাউল গান
নিমিষেই বলে দেয় কিনে কি দিবে মা বাবল গাম?
ওর মামা ফোনে বলে বাবা বলত! কি তুমি খেতে চাও?
মামাকে উত্তরে বলে.. মামা আমি খাব বেয়াক্কেলের ছাও ।
বাসার সবাইকে সারাদিন করে রাখে ভাজা ভাজা
কিচ্ছুটি বললেই… বলে কি..এটাইতো ছারাদিনের মজা ।
সবার চেয়ে ভাইয়াকে সে বড্ড ভালবাসে
ভাইয়ার কথাতে তাইতো কারণে অকারণে খিলখিলিয়ে হাসে ।
যেমন আছে ভালবাসা তেমনি ওদের মারামারি
তাইতো আমি নাম দিয়েছি তাদের টম এন্ড জেরী ।
টম এন্ড জেরীর জন্য দোয়া করবেন সবে
সত্যের আলো ছড়িয়ে দিতে পারে যেন এই ভবে ।
(এখন বয়স পাচ…।। লিখাটি আগের)