Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

বউমনি

: | : ১১/০১/২০১৪

বউমনি আমার,

তুমি অনেক আদরের বউ হবে আমার,

অনেক যতন করে বুকে ধরে রাখবো তোমায়

যেভাবে আগলে রাখে মুক্তকে ঝিনুক

ডিমের হলুদ অংশকে সাদায়,

 

 

তুমি অনেক যতনের বউ হবে আমার

প্রকৃতির মত একে অপরের সাথে-

মিশে যুগল বন্দির মত

যে গাছে পরগাছা হয়

সেই মমতাযুক্ত গাছের মত,

ছোট্ট টোনাটুনির সংসারের মত

স্বপ্নের হাতছানিতে ভরে থাকবে

সময়ের অপলক বয়ে যাওয়ায়….।

 

 

বউমনি আমার

আমি উপেক্ষা করতে পারি তোমার জন্য

সব বাঁধা, সব পরাজয়

আমি শক্ত করে ধরে রাখতে চাই

তোমার নরম হাতদুটো,

তোমার হৃদয়ের কোণটুকু

অথবা তোমার সুবাসযুক্ত একটি চুলের মাথা

তুমি অনেক আদরের বউ হবে আমার..।

 

 

তুমি আমার ভালোবাসা বলেই

আমি অতিক্রম করতে পারি

অক্লান্ত পথ, অপেক্ষার চরম ধৈর্য্য

অথবা তুমিহীনা কয়েক হাজার বছর….।

 

 

বউমনি আমার ,

তুমি অতি আপনজন

জীবনের অখন্ড অংশ,

প্রতি পদে পদে তোমার সঙ্গ আমাকে

সামনে এগিয়ে নিতে,

অথবা বিরান ভূমিতে পথ চলতে

অথবা যেখানে কেউ নেই

সখানে পরম আদরের উস্মতায় ভরিয়ে রাখে…

তোমাকে আমার বড় প্রয়োজন এ জীবনে ।

 

সাঈদ চৌধুরী ( রচনাকাল : বিকাল ৩টা ০৯.০১.২০১৪ইং)

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top