Top today
সম্পাদক সাহেবের দৃষ্টি আকর্ষন
প্রিয় সম্পাদক সাহেব আমার সালাম নিবেন। আমি লক্ষ্য করে দেখছি যে, গতকাল বিকাল ৫টা থেকে চলন্তিকায় লগইন করতে সমস্যা হচ্ছে। রাত নয়টার পর যদিও লগইন করা যাচ্ছে কিন্তু কোন পোষ্টে মন্তব্য করা যাচ্ছে না। মন্তব্য করলে সেই মন্তব্য দেখা যাচ্ছে না। মন্তব্যকৃত পয়েন্ট +২ দেখাচ্ছে কিন্তু ‘আজ সবোর্চ্চ মন্তব্যকারীতে’ যোগ হচ্ছে না। ‘সর্বশেষ মন্তব্যতেও’ মন্তব্য দেখাচ্ছে না। কোন পোস্টে কতটি মন্তব্য হচ্ছে তাও দেখাচ্ছে না। ইত্যাদি নানাবিধ সমস্যা হচ্ছে। সম্ভব্যত কাশেম ভাইয়ের চেহলাম ছড়াটির পর থেকে এ সমস্যা হচ্ছে। এটা কি আমার বেলায় হচ্ছে নাকি সবার বেলায় হচ্ছে জানি না। যারা এ সমস্যায় ভুগছেন তারা মন্তব্য করে জানাবেন। আমি এ সমস্যার সমাধানের জন্য সম্পাদক সাহেবের দৃষ্টি আকর্ষন করছি।