Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

অসমাপ্ত জীবন

: | : ১২/০১/২০১৪

হয়তো এমনি করেই চলে যাবে পৃথিবীর সব দিনগুলি
টগবগে ফুটন্ত এই আমি হারিয়ে যাব অতীতের বন্দিশালায়
আবছোস হবে,ইস এত সময় ছিল
অথচ কোন কাজই করা হয় নি।
বাতাসে পাতার কম্পন-ইস চোখ মেলে তাকালেয় দেখতে পারতাম
এক ঝাঁক পাখি আকাশে উড়ে যাওয়ার দৃশ্য-সেও দেখা হয়ে উঠেনি।
বলি বলি করেয় প্রথম পছন্দের মেয়েটাকে আর বলা হল না
চলা হল না কোনদিন একসাথে
সেই মেয়ে কারও বউ হতে দেখে
পিত্তি জ্বলে গিয়েছিল,
ভেবেছিলাম ভুলে যাবো
কিন্তু সে আর হল না
তাই বিয়ে করা আর হলো না,
দৈহিক চাহিদা- সে মিটে গেছে
বুঝেছিলাম,ভালোবাসা আর দেহ দুই জিনিস
অথচ মানুষটি জানলো না তাকে কত ভালোবাসি?
সময় এসে গেছে-এবার যেতে হবে
কত কী যে বাকি রয়ে গেল
আর কয়েকঘন্টা সময় পেলে……

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top