Top today
কিছু কিছু’র আজাইর্যা প্যাঁচাল…….
কিছু কিছু দু:খ
অন্তর খুঁড়ে খায় ।
কিছু কিছু সুখ
অপ্রকাশিত থেকে যায় ।
কিছু কিছু স্মৃতি
সময়ে সময়ে ভাবায় ।
কিছু কিছু স্মৃতি
অন্তরকে কাঁদায় ।
কিছু কিছু অপেক্ষা
সুখ দিয়ে যায় ।
কিছু কিছু ব্যথা
অন্তরে কালো মেঘে ছায় ।
কিছু কিছু সময়
থামিয়ে রাখতে মন চায় ।
কিছু কিছু মানুষকে দেখলেই
শ্রদ্ধায় মাথা নথ হয় ।
কিছু কিছু মানুষ কাছে আসলেই
অবহেলায় মন পাশ কাটাতে চায় ।
কিছু কিছু অতীত স্মরণে
দুফোটা অশ্রু গড়িয়ে যায় ।
কিছু কিছু কান্নায়
সুখের রেশ থেকে যায় ।
কিছু কিছু হাসিতে
অন্তর ভরে অবজ্ঞায় ।
কিছু কিছু করে সময়
নিয়ে যাচ্ছে শেষ ঠিকানায় ।
কিছু কিছু অপূর্ণতা
জীবনে থেকেই যায় ।