Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

ভাব দেখানো মানুষ ।

: | : ১২/০১/২০১৪

আমরা সবাই বলি

আমরা মানুষ, ভালো মানুষ

সত্যিই কি তাই….?

কাজের সাথে, কথার সাথে

মিল খুজেঁ কি পাই সবার ?

মিথ্যে বলে বাঁচার প্রবনতা

অসকাজে, অসপথে

দ্বিগুন উসাহে কাজ করা

জীবন বদলের নামে

গরীবের টাকা লুট করা,

ভদ্র বেশে নিজেকে সমাজে পরিচয় করা,

মসজিদে মন্দিরে টাকা দিয়ে

হালাল করার অযথা চেষ্টা….

ভালোমানুষ হওয়ার কত আকাঙ্খা !

সবাই বলি ভালো মানুষ

সত্যিই কি তাই…?

 

আচরনে প্রকাশ পেয়ে

উন্মচিত কালো চেহারা

তবুও দাবি আমিই ভালো

এই যেন নিয়ম বর্তিকা…..।

ঘুষের টাকা হালাল করে

সমাজের চেহারা পাল্টে দেয়ার ঘোষনা

যৌতুক দিয়ে সমাজে বড় দেখানো ভাব

এ যেন এক নতুন

ভালো মানুষ সাজার পসরা….।

 

আমরা সবাই বলি

আমরা মানুষ, ভালো মানুষ

সত্যিই কি তাই…?

শত মানুষ রাস্তায় পড়ে

শীতে কাতর জীবন,

একমুঠো ভাতের অভাবে

মানুষের কাছেই হাত বাড়ানো

দেখেও যেন না দেখার ভান,

দৃষ্টিতে এলেই এক ধমকে

সরে যা বলে দূরদূর

সবাই বলি ভালো মানুষ

সত্যিই কি তাই…?

 

ভালো মানুষ হতে হলে

সেই জ্ঞানটাই বড়

যে জ্ঞান তোমাকে দেবে

মানুষকে মানুষ ভাবাতেই বড় ।

সাঈদ চৌধুরী ( রচনাকাল : রাত ১০টা ১০.০১.২০১৪ইং)

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top