Top today
ডালিয়া
ছোট্টো মেয়ে ডালিয়া
রোজ সকালে উঠিয়া
পড়ে নামাজ কোরআন ,
বাবার চোখের মণি
মা বলেন গুনি
আমাদের বাঁচার প্রাণ ।
সন্ধ্যাতে জ্বেলে আলো
লেখা পড়া করে ভালো
ঘুমোয় সময় মতো ,
স্কুলের পড়া শেষে
অংক টা হাতে কষে
হয়না এমন শতো ।
………….. সমাপ্ত……………
তারিখঃ ১২/০৯/২০০৭ ইং ।