Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

ডালিয়া

: | : ১৩/০১/২০১৪

ছোট্টো মেয়ে ডালিয়া
রোজ সকালে উঠিয়া
পড়ে নামাজ কোরআন ,
বাবার চোখের মণি
মা বলেন গুনি
আমাদের বাঁচার প্রাণ ।

সন্ধ্যাতে জ্বেলে আলো
লেখা পড়া করে ভালো
ঘুমোয় সময় মতো ,
স্কুলের পড়া শেষে
অংক টা হাতে কষে
হয়না এমন শতো ।

………….. সমাপ্ত……………

তারিখঃ ১২/০৯/২০০৭ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top