Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

প্রথম স্কুলে…. মীম

: | : ১৩/০১/২০১৪

ছোট্ট সোনা মীম
স্কুলেতে যাবে….
এত এত বই খাতা!
শুধু তাই ভাবে।

বাংলা বইয়ের নামটি
প্রাথমিক বর্ণ পরিচয়
বর্ণ ছড়া শিখে সোনা
করবে দিগ্বিজয়।

গণিত প্রথম পাঠে আছে
এক দুই তিন হতে নয়
অংকে হবে সবার সেরা
বুদ্ধিতে করবে বিশ্ব জয়।

আউয়ার এ বি সি
ইংরিজী বইয়ের নাম
ইংরেজী পড়ে দক্ষ হলে
বিশ্বজোড়া দাম।

ছবি আঁকবে রং করবে
আঁকবে রংধনু আকাশ
নদী নৌকা ফুল পাখি
আঁকবে সাদা ফুল কাশ।

আরো আছে বাংলা ছড়া
আর নার্সারী রাইম
এত পড়া পড়লে….কেমনে
খেলতে পাবে টাইম।

দুষ্টামীতে সেরা মীম
স্কুলে যাবে প্রাতে
নতুন নতুন বন্ধু পাবে
নতুন বইয়ের সাথে ।

দোয়া দিও তোমরা সবে
বুদ্ধিতেও যেন হয় সেরা
হয় যেন সেরা মানুষ আর
জীবন সাফল্যে ঘেরা ।

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-frc3/269795_613876591973427_561749001_n.jpg

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top