Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

‘ স্বাধীনতা, সততা ও ভালবাসা ’

: | : ১৩/০১/২০১৪

ইদানিং, ‘স্বাধীনতা’ শব্দটি এক ধরনের এলার্জীর উদ্রেগ ঘটায়/
মনে হয় জীবনে স্বাধীনতা দিয়ে কি পেলাম ?
আজকাল ‘সম্ভ্রম’ বিকিয়ে আমরা স্বাধীনতার বেসাতী করি ।
যেখানেই যাই, শহর -গ্রাম – জনপদ- অরণ্য,
স্বাধীনতার শীষে আজ ‘লেদাকীট’ -এর উপদ্রপ ।

ইদানিং, ‘সততার’ সারির বিশেষণগুলো আর ভাল লাগেনা /
মনে হয়, জীবনে সততা দেখিয়ে কি পেলাম ?
আজকাল ‘বিশ্বাস’ বিকিয়ে আমরা সততার বেসাতী করি ।
যেখানেই যাই , আপাতমস্তক-শরীর -আসমূদ্র-হিমাচল,
সততার শ্বেতকণিকায় আজ প্রাণ ঘাতক ‘রক্তব্যাধি’ ।

ইদানিং,’ভালবাসার’ শুভ্র অনুভুতিগুলো মনে হয় অর্থহীন /
মনে হয়, জীবনে ভালবাসা দিয়ে কি পেলাম ?
আজকাল ‘বেদনা’ বিকিয়ে আমরা ভালবাসার বেসাতী করি ।
যেখানেই যাই, ফুল-পাখি-সৈকত-সমূদ্র,
ভালবাসার শেকড়মূলে আজ ‘এইচআইভি পজিটিভ’ ।।
========

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top