Top today
ফিরে আসে কথা
একই কথা বারবার ফিরে আসবে জেনো–
বারবার এমনি ফিরে দেখা…
তুমি পুরনো হয়ে এলে–সমস্ত আশপাশ,চেনা ঘেরা পথ ঘাট
পায়ে মাড়িয়ে এসেছ তো অনেকটা দূর
এ আকাশ অনেক দেখেছ,
এ হিমেল হাওয়ার স্পর্শ অনেকবার কাঁপিয়েছে তোমায়–
দেহ ওম মেখে অনেক পেয়েছ সান্নিধ্য ভার
এই মেঘ,ঝড় ঝঞ্ঝার বার্তা–কতবার ছিঁড়ে গেছে নদীর বাঁধন
বুক বেঁধা কত কান্না–বিরহের শেষে আর দীর্ঘ শ্বাস নেই
কিন্তু তবুও নতুন তোমার ও চোখ ছেড়ে অন্য মিছিলের গান
স্কুলের সুর টানা সেই নামতা পাঠ,বৃষ্টির রিমঝিম ধারাপাতে
ঠিক তোমার মতই আবার শুরু হয় দিনচারিতা।