Today 04 Nov 2025
Top today
Welcome to cholontika

মৌমাছির উপদেশ

: | : ১৪/০১/২০১৪

মৌমাছি ডেকে বলে,
একটু দাঁড়াও ভাই
অলস হয়ে থাকা
এ দুনিয়া নয়।

চেয়ে দেখো আমার দিকে
কত কষ্ট করে,
মধু সংগ্রহ করছি
বেঁচে থাকার তরে।

দৃঢ় কর মোর অলসতা
কর জ্ঞানার্জন,
তখন হবে সেরা
পাবে সম্মান।

আমার কথা মনে
নাও গেঁথে আজ,
নিজ কর্ম কর
নেই তাতে লাজ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top