Top today
সুরের মেলা
সুরের মেলা
মেঘ ডেকেছে দূর আকাশে
ব্যাঙগা বেঙগী তাই গায়,
সুরের মেলা বসেছে বুঝি
বিলের কিনারায় ।
ব্যাঙগা বেঙগী গলা সাধে
বোয়ালে বাজায় ঢোল ,
চিংড়ী মাছের লাফের তালে
পাঙ্গাসে বাজায় খোল ।
ব্যাঙগা বলে ওহে বেঙগী
এ কেমন সুর সাধ ,
পুরনো সুর ছেড়ে এবার
নতুন এক সুর বাঁধ ।
সুরের মেলা জমেছে যেই
সেই বিলের কিনারায় ,
শিয়াল মিয়ার হুক্কা হুঁয়ায়
অম্ নি, সকলে পালায় । ।