Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

সুরের মেলা

: | : ১৪/০১/২০১৪

সুরের মেলা

মেঘ ডেকেছে দূর আকাশে

ব্যাঙগা বেঙগী তাই গায়,

সুরের মেলা বসেছে বুঝি

বিলের কিনারায় ।

ব্যাঙগা বেঙগী গলা সাধে

বোয়ালে বাজায় ঢোল ,

চিংড়ী মাছের লাফের তালে

পাঙ্গাসে বাজায় খোল ।

ব্যাঙগা বলে ওহে বেঙগী

এ কেমন সুর সাধ ,

পুরনো সুর ছেড়ে এবার

নতুন এক সুর বাঁধ ।

সুরের মেলা জমেছে যেই

সেই বিলের কিনারায় ,

শিয়াল মিয়ার হুক্কা হুঁয়ায়

অম্ নি, সকলে পালায় । ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top