Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

স্পেস-১৪(অংশ-১)

: | : ১৪/০১/২০১৪

শ্রাবন্তী চুলে বেনী করবে।মাকে ডাকছে।
-মা,মা?
এমন সময় প্রচণ্ড আলোতে চোখ ঝাঁঝিয়ে গেল।কিছুক্ষণ চোখে কিছু দেখতেই পেল না।চারদিকে যেন প্রচণ্ড অন্ধকার।মিনিট দশেক পর।সবকিছু আবছা আবছা দেখছে।সবকিছু কেমন জানি এলোমেলো লাগছে।আশেপাশে সবকিছু তার বড় অচেনা লাগছে।চারপাশে ভাল করে দেখল।পিছনে তাকাল।তাকিয়ে অবাক হয়ে গেল।তার বেডটা কই গেল?কেবল গতকাল বেডটা কিনেছে।ডানে তাকাল।বাবা মায়ের সাথে তার একটা ছবি ছিল।খুব চমৎকার ছবি।সে ছবিটা কই গেল?এসব কি হচ্ছে,কিছুই বুঝতে পারছে না।এমন সময় দেখে তার সামনে একটি মেয়ে দাড়িয়ে।অবিকল ওর মত দেখতে।এ কিভাবে সম্ভব,মাথায় কিছুতেই আসছে না।মেয়েটা আবার ফিক ফিক করে হাসছে।
-আপনি কে?
-শ্রাবন্তী।
-তাহলে আমি?
-আপনিও শ্রাবন্তী।
-এ কিভাবে সম্ভব?
-সেটাতো আমি বলতে পারব না।বলতে পারবে এ মহাকাশ যাত্রার প্রধান বিজ্ঞানী মহামান্য টিক।
-আমি কিছু বুঝতে পারছি না।
-খুব সহজ।এই স্পেস-১৪ টিনডিমুটা গ্রহে যাবে।পৃথিবী হতে ৩০০ বিলিয়ন আলোক বর্ষ দূরে।
-আলোক বর্ষটা আবার কি?
-এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে।
-আলো আবার দূরত্ব অতিক্রম করে?
-কেন এসব জানেন না?
শ্রাবন্তীর মনে হল,মেয়েটার মাথায় বোধহয় গণ্ডগোল আছে।নইলে এসব আজে বাজে কি সব বলছে?
-তো আমি বাবা মার কাছে কবে যাব?
-সেতো তুমি যেতে পারবে না।আমাকে তোমার বাবা মার কাছে পাঠানো হবে।
এমন সময় একধরণের শব্দ হয়।মেয়েটা শুধু বলল-বিদায়।
সাথে সাথেই মেয়েটা চোখের সামনে হতে উদাও।মেয়েটা কোথায় গেল,কে জানে?চশমা পরা একজন মধ্যবয়সী লোক সামনে এসে দাড়ায়।
-শুভ রাত্রি শ্রাবন্তী।
শ্রাবন্তী কোন কথা বলল না।বেশ রাগ উঠছে।
-কি কথা বলবে না?
-আপনি বিদায় হোন।এখন আমার কথা বলতে ইচ্ছে হচ্ছে না।
-তুমি কার সাথে কথা বলছ জান?
-কোন গরু ছাগলের সাথে কথা বলছি না,সেটাতো দেখতেই পাচ্ছি।
-তুমি কি জান মহাকাশযানের প্রধান বিজ্ঞানীর সাথে এভাবে কথা বলা কতবড় গুরুতর অপরাধ?
শ্রাবন্তী হেসে বলে-আপনিই তাহলে টিকটিকি।
-নাম ঠিক করে বলবে।টিকটিকি নয়,টিক।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top