অনুভবে
অনুভবে
পেয়েছিলাম তোমায় ,জীবনে যৌবনে ,
মিশেছিলে রক্তের শিড়ায় শিড়ায়,
দৃষ্টিতে , অন্তরে , অনুভবে ।
পেয়েছিলাম বন বনানীতে , পাহাড় পর্বতে ,
কাঞ্চ ন জঙ্গায় , সবুজ ধানের ক্ষেতের আলের মাঝে,
দুড়ন্ত বাতাস ছুয়ে যেতো তোমায় ,
হৃদয়ে অনুভব করতাম আমি ।
বিদ্যু ৎ চমকানো আকাশে যেন তোমার ই হাসি
বিচ্ছুড়িত হতো ত্রিভূবন ঘিরে ।
গাঢ় অন্ধকার মিশে গেছো প্রকৃতিতে ,
জোনাকির আলোতে রাস্তা দেখানো , আকাশে
ভেসে যাওয়া খন্ড মেঘের ফাঁকে ভেসে উঠা
তোমার মুখ নিরন্তর অনুভব, অবাস্তব জনশ্রুতিতে ।
সমুদ্র তলদেশে শামুক ঝিনুকের বেশে
অবাদে চষে বেড়া ও তুমি
বন্ধুত্ব মৎস কন্যাদের সাথে ।
অক্সিজেন ? সেতো যৌথ মিশ্রনেই পানি ,
যেমন তোমাতে আমাতে ।
ঘূর্ণী ঝড়ের মাতঙ্গেও টিকে ছিলে তুমি ,
সমুদ্র সৈকতে গৃহ হাড়া মানুষ ভেসে যায়
ছোট্র শিশু বেঁচে যায় তোমার সহায়তায়
শীল মাছের বেশে ।
আনবিক বোমার ধ্বংশ জজ্ঞের মাঝে
নির্ভীক হৃদয় তুমি, মাদার তেরেসা সফেদ,
সাদা রঙে রাঙ্গিয়ে নিজেকে
আর্তের সেবায় মানবতার ডাকে ।
অপ্রতিরোদ্ধ গতি তোমার গ্রহ থেকে গ্রহান্তরে
ভেসে যাও হৃদয়ের জোরে কল্পনার ভেলায় ,
তোমার মৃত্যু নেই , নেই ধ্বংশ ,
সৃষ্টিতে মিশে গেছ তুমি , তার স্পর্শে অনুভবে
তুমি বেঁচে থাকবে অনাধিকাল ধরে । ।