Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

আমাদের মীম-২

: | : ১৫/০১/২০১৪

আমার ছোট সোনা মীম
রোজ খেতে চায় ডিম
স্কুলে চায়না যেতে
খেলায় থাকে মেতে ।

যখন তখন যথা তথা
শুধু তাঁর টাকার কথা
না দিলে মুখটা ভারী
নিত্য তাঁর এমন আড়ি ।

রোজ রোজ লাগেনা ভালো
মুখটা এমন করলে কালো
ফেলে দিয়ে ভাঙ্গে আয়না
তবু রিমোট ভাঙ্গার বায়না ।

 

-সমাপ্ত-
তারিখ :   ১৫-০১-২০১৪ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

Comments are closed.

go_top