Top today
‘চাওয়াই’ নামের নদীটি……..
একটি নদী এসেছিল হিমালয়ের বুক চিরে,
দু’পাশে ঘন বন ছিল আর সূখ ছিল তার মুখ ঘিরে ।
রাখালিয়া বাঁশির সুরে মাঠে জনরব ছিল,
বনমোরগ আর ডাকচড়ুই এর ডাকে কলরব ছিল ।
হাটু জলের নদী সেতো কবিগুরুর বৈশাখে,
সবুজ-শ্যামল শাল পিয়ালে শোভা ছিল দুই শাখে ।
নদীর জলে নাওয়া-খাওয়া নিত্য চলে পড়শির,
ইচ্ছে মতো মাছটি মিলে জালে কিংবা বড়শীর ।
এমতি তো সে ছোট্ট নদী বরষা এলে ঢেউ-এর জল,
উথাল পাথাল দূকুল তার ছুটতো সদা ছলাৎছল ।
বুক চিরে আজ সেই নদীটির কলজে কাটা কাব্যতা-
অক্টোপাশের(ভারত ?) করাল গ্রাসে হারিয়ে গেছে নাব্যতা ।
সেই নদীর নাম ‘ চাওয়াই ‘/ মিলছেনা তার দাওয়াই ।।
_______________