Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

‘মৌটুসী ‘ (মা’ মনির জন্মদিনে উৎসরগ কৃত )

: | : ১৫/০১/২০১৪

‘মৌটুসী’ নাম তার থাকে সদা চমকে,
মা’মনি ডাকলে সে চেয়ে দেখে থমকে ।
আলু থালু ঘুম ঘুম মুখ চোখ মিষ্টি,
ফোকলা মুখে সেই হাসি হাসি দৃষ্টি ।
ক্ষনে ক্ষনে ঘুম যায় পা দু’টো আগলে,
কান্নায় দুধ চায় শুধু শুধু জাগলে ।
তা না হলে আঙ্গুল মুখে দেয় ক্ষনিকে-
চোখ মেলে ইশারায় খোঁজে যে মা’মনিকে ।
পেট পুরে দুধ খায় ঘুম পাড়ে দোলনায়,
চাঁদমূখ খানিযে মিলে না তুলনায় !
‘হিসু’ করে হাসি দেয়, কাঁথা ভিজোয় মৌটুসী-
চুরি করে এনেছিল স্বরগের সে হাসি ।।

===

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top