Top today
শবযাত্রা (১)
কালের শেষ যাত্রা,শব যাত্রায় আমিও এসেছি
যাত্রা পথে দেখা হবে তোমার সনে,হবেনা কথা,
হবে না পুরোনো স্মৃতি নিংড়ানো
তুমি আমি নির্বাক পথিক , শোকাহত।
দেখা হবে আর সকলের সাথে
স্মৃতি নিংড়ানো ভালোবাসা রইবে পড়ে পিছে ।
পথ হারানো সব পথিকের শেষ গন্তব্য
এক হয়ে মিশে যাবে দূর বহুদূর, সীমানা ছাড়িয়ে।
তোমার প্রতারক মুখ হাসবে না সেদিন
আমিও নিশ্চুপ রবো স্বার্থপরের মতো।