Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

শবযাত্রা (১)

: | : ১৫/০১/২০১৪

কালের শেষ যাত্রা,শব যাত্রায় আমিও এসেছি
যাত্রা পথে দেখা হবে তোমার সনে,হবেনা কথা,
হবে না পুরোনো স্মৃতি নিংড়ানো
তুমি আমি নির্বাক পথিক , শোকাহত।
দেখা হবে আর সকলের সাথে
স্মৃতি নিংড়ানো ভালোবাসা রইবে পড়ে পিছে ।
পথ হারানো সব পথিকের শেষ গন্তব্য
এক হয়ে মিশে যাবে দূর বহুদূর, সীমানা ছাড়িয়ে।
তোমার প্রতারক মুখ হাসবে না সেদিন
আমিও নিশ্চুপ রবো স্বার্থপরের মতো।

ছবিঃঅন্তর্জাল

ছবিঃঅন্তর্জাল

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top